স্বামীর অধিকার পর্ব/৮

0
3150

স্বামীর অধিকার
পর্ব/৮
লেখক/ ছোট ছেলে
~~~~~~

আর শোনেন বাজারে গিয়ে কিছু বাজার নিয়ে আইসেন

আমি/ আগে খেতে দাও তারপর অন্য চিন্তা

এই নাও তুমিও একটু খাও নাহলে তো পরে বলবে

রাক্ষস স্বামী শুধু নিজে খায় পাশে থাকা বউটাকে একটু জিজ্ঞেসও করলোনা খাবে কিনা

রিমি/ শোনেন এত ভালোবাসা দেখাতে হবেনা

যার পেটে ক্ষুধা থাকে তাকে খাইয়ে দিতে হয়না
সে এমনিতে খেয়ে নিবে

আর আপনার হাতের খাবার সেটাতো কখনওই না

আমি/ ও ও ও ঠিক আছে যার যেমন ইচ্ছা

কি লাগবে

রিমি/ তেমন কিছুই নয়

আপনার পছন্দমত করে আনুন

আমি/ আমার পছন্দমত তো তোমাকেও ঘরে তুলছি কই তাতে কি কোন লাভ হলো

রিমি/ সবসময় এসব শুনতে আমার আর ভালো লাগেনা যান বলছি যান যান

আমি/ যাচ্ছি যাচ্ছি

বাজারে গেলাম বাজার করে বাসায় আসলাম এসে দরজা টোকা দিলাম ভিতর থেকে রিমি আওয়াজ দিলো

রিমি/ দাঁড়ান আসতেছি

দরজা খুললো ভিতরে ঢুকতে দেখি রিমির বান্ধবী

বান্ধবীটা তো খুব সুন্দর যাই একটু মজা করে নেই

আমি/ আসসালামু আলাইকুম ভাবিজান

রিমির বান্ধবী ওদিক ওদিক তাকিয়ে আমাকে বলে

বান্ধবী/ আমাকে বলছেন

আমি/ আপনি ছাড়া আর কেউ আছে এখানে

বান্ধবী/ তা নেই কিন্তু ভাবি ডাকলেন কাকে?

আমি/ আপনাকে

বান্ধবী/ আমাকে…..হা হা হা
আমি আপনার ভাবি হতে যাবো কোন দুঃখে

আমি কিছু বলতে যাবো
ঠিক তখন-ই রিমি এসে

রিমি/ কি হলোরে সই

বান্ধবী/ দেখনা সই তোর স্বামী আমাকে ভাবি বলো ডাকে

আমি/ তাতে কি বউয়ের বান্ধবী তো আর আমার বান্ধবী নয়

রিমি/ চুপ থাকুনতো
দেখ সই আমি কাকে নিয়ে সংসার করি আর কতটা সুখে আছি

বান্ধবী/ হুমমম দেখতে পাচ্ছি
আমি বুঝতেছিনা এমন একটা মানুষকে তুই বিয়ে কেন করলি

আমি/ না না আপনার বান্ধবী করতে চাইনি আমি জোর করে করেছি

বান্ধবী/ তাই নাকিরে সই

রিমি/ হুমমম
শুধু বিয়েটা জোর করে নয় সবকিছু জোর করে করেছে

কিন্তু এই মানুষটা এটা জানেনা জোর করে না ভালোবাসা হয় আর না কারও মনে জায়গা করে নিতে পারে

বান্ধবী/ ঠিক বলছিস কিন্তু তোর জীবনটা তো নষ্ট হয়ে গেলো

সারাজীবন তোকে এই লোকটার সাথে থাকতে হবে

রিমি/ আচ্ছা বাদ দে এসব

এই প্রথম আসলি
তাই তোকে এত সহজে ছাড়বোনা

বান্ধবী/ না’রে সই আমাকে বিকালে চলে যেতে হবে

আমি/ সেটাই ভালো আপনি থাকলে আমার ১২টা বেড়ে যাবে

রিমি/ এই কি বললেন আবার বলেন কিসের ১২টা বাজবে
হুহহহহ

আমি/ স্বামীর থেকে বউ বউয়ের থেকে স্বামীর সোনার সংসারটা একদিনে ভেঙ্গে ফেলবে

রিমি/ কি আমার সামনে আমার বান্ধবীকে এতবড় কথা

আপনাকে আমি আপনাকে আমি

আমি/ থাক আর বলতে হবেনা আমি বুঝে গেছি

যাও বান্ধবীর জন্য ভালো কিছু রান্নাবান্না করে খাওয়াও

রিমি/ ওহহহ তাইতো
চল সই রান্না করতে করতে দুজনে গল্প করি

বান্ধবী/ তুই যা আমি তোর স্বামীর সাথে কথা বলি একটু

রিমি/ আরা না না কোন দরকার নেই তুই আমার সাথে চল

বান্ধবী/ আরে যা না তুই
কোন সমস্যা নেই

রিমি/ আচ্ছা ঠিক আছে

এইযে শুনেন আমার বান্ধবীর সাথে কোন খারাপ ব্যবহার করবেন না

তাহলে কিন্তু আপনার খবর আছে

বান্ধবী/ আপনি কেমন পুরুষ বলুনতো একটা মেয়েকে জোর করে বিয়ে করছেন

আমি/ আমি হলাম প্রেমিক পুরুষ আপনার বান্ধবীকে ভালোবেসে বিয়ে করেছি

বান্ধবী/ এটা কেমন ভানোবাসা আপনার যে ভালোবাসায় কোন দাম নেই

আমি/ কে বলছে আপনাকে দাম নেই
আমার ভালোবাসা কেনার মত ক্ষমতা আপনারও নেই

বান্ধবী/ আপনি জানতেন না আমার বান্ধবী অন্যকাউকে ভালোবাসতো

আমি/ জানতাম তো তাইতো তার হাত পাঁ ভেঙ্গে ভর্তি করে দিছি তাকে

বান্ধবী/ আপনি সত্যি একটা অন্য মানুষ যার সাথে কখনও রিমির মন মিল খাবেনা

আমি/ আপনি শুধু অপেক্ষা করুন সময় হলে আপনি নিজে বুঝতে পারবেন

বান্ধবী/ আপনি কখনও রিমির মুখে হাঁসি ফোটাতে পারবেন না

আমি/ আমার চেয়ে বেশি তার মুখে আর কেউ হাঁসি ফোটাতে পারবেনা

বান্ধবী/ আপনার সংসারে রিমি কখনও সুখী হতে পারবেনা

আমি/ আমার চেয়ে বড় সুখ তাকে আর কেউ দিতে পারবেনা

বান্ধবী/ তাই নাকি কিন্তু রিমির চেহারা দেখেতো বুঝা যায়না সে সুখী

আমি/ সবাই সবকিছু বুঝেনা

বান্ধবী/ কিন্তু আমি বুঝি আমার বান্ধবী আপনার সংসারে এসে কত কষ্টে আছে

আমি/ কই আমিতো দেখিনা
আমারতো মনে যতটা সুখে রিমি আছে কতটা সুখ আপনিও পাবেন না

বান্ধবী/ তাই নাকি বাহ্ বাহ্ ভালোতো
রিমি তোর স্বামীর কথা শোন

হা হা হা

রিমি/ কি হয়েছে তোর এত হাঁসিস কেন

বান্ধবী/ তোকে নাকি তোর স্বামী খুব সুখে রাখছে

রিমি চুপ হয়ে দাঁড়িয়ে রইলো

বান্ধবী/ কিরে কিছু বল

রিমি/ তুই আমার সাথে দেখা করতে এসেছিস নাকি ওর সাথে গল্প করতে

চল আর কথা বলতে হবেনা

দু বান্ধবী মিলে রান্না ঘরে গেলো

রিমির মুখে আজ হাঁসি রাশি রাশি

প্রাণ জুড়িয়ে গেলো রিমির মুখে আজ হাঁসি দেখে

আবারও চলে গেলাম বাহিরে

খোঁজ নিতে লাগলাম নাহিদের

নাহিদ রিমির ভালোবাসা
যে আমার আগে জায়গা দখল করে নিয়ে রিমির মনে

নাহিদের ঠিকানা আর ফোন নাম্বারটা জোগাড় করতে এত কষ্ট হয়নি

নাহিদকে ফোন করে বলেছি সামনে ৫তারিখ বিকাল ৪টা আমার সাথে যেন দেখা করে

নাহিদ রাজি হয়ে গেলো
কারন। না বলার মত সাহস তার নেই

চলবে…!!!

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে