Contract_marriage  part : 21

0
3536

Contract_marriage ?
part : 21?
writer-Jubaida Sobti

আজ ক্যালেন্ডারের মার্ক করা তারিখ শেষ।
আবির সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে রুমে আসে…
আবির : নিলা! আমি অফিস যাচ্ছি।
নিলা : ওকে বাই…
আবির : নিলা! আমাদের বিয়ে হয়েছে আজ কয়দিন হবে?
নিলা : (অবাক হয়ে) কি! আমাদের বিয়ে হয়েছে কয়দিন হবে মানে?.. ৬ মাস ওভার হয়ে গেছে আর আপনি বলছেন কয়দিন হবে?
ওও! Yeah I see…. আপনার মনে থাকবে কেমনি আপনি তো বিয়েটা করেছিলেন না পারতে,,,,
আসলে আমার বিয়েটাই হয়েছে নিরামিষ ভাবে… সবার কতো সপ্ন থাকে বিয়ে নিয়ে.. আর আপনি সব মাটি করে দিলেন।
আবির : (একটু মুচকি হাসি দিয়ে) আচ্ছা? তো কি কি সপ্ন থাকে বিয়ে নিয়ে?
নিলা : কি কি সপ্ন থাকে মানে?… কতোইতো সপ্ন থাকে,,, ছেলে মেয়েকে একসাথে দেখাবে, নিশান হবে, এংগেজডমেন্ট হবে, আকদ হবে, গায়ে হলুদ হবে, বিয়ের অনুষ্টান হবে, বাসর রাত হবে…
আবির : কি হবে!!!
নিলা : বিয়ে?
আবির : না না! ঐ যে লাস্ট যেটা বলেছো…?
নিলা : বাসর রাত?
আবির : হুম! ..!…… আচ্ছা নিলা আমার জন্য তো তোমার বিয়ের সব সপ্ন মাটি তাই না… তাহলে একটা কাজ করি আমরা লাস্ট টা থেকে শুরু করি… ?
নিলা : (অবাক হয়ে) লাস্টেরটা মানে? ?
(আবির নিলার দিকে এগিয়ে আসে আর নিলা রবোটের মতো শক্ত হয়ে আবিরের দিকে তাকিয়ে থাকে)
আবির : হে! তুমিইতো বললে তোমার বিয়ের সপ্ন সব ভালোভাবে পূরণ করতে পারোনি,,,, তাই ভাবছি অপূরণ রেখে কি লাভ,,, পূরন করে দি।
So নিলা আজ তাহলে আমাদের বাসর রাত।
নিলা : (আবিরকে একটু ধাক্কা দিয়ে সরে গিয়ে..)
পাগল নাকি আপনি আমিতো অনুষ্টানের কথা বলছি…. আর আপনি.. লজ্জা করে না আপনার…?
আবির : হা-হা-হা yeah but I see নিলা তুমি কিন্তু অনেক ভয় পাচ্ছো….
নিলা : সরেন এইখান থেকে..
এইবলে নিলা আবিরকে ধাক্কা দিয়ে রুম থেকে চলে গেলো।
আবির অফিসে চলে যায়…
হঠাৎ কাজের ফাকে মাথায় বুদ্ধি এলো নিলার সাথে একটু মজা করা যাক,,
নিলাকে আবির ফোন দিলো….
নিলা : হ্যালো!
আবির : নিলা! ঐ যে তোমাকে ঐ কথাটা মনে করিয়ে দিতে ফোন দিলাম….
নিলা : কি কথা?
আবির : আজ কিন্তু আমাদের বাসর রাত….?
নিলা : দেখেন আমার অনেক কাজ আছে রাখি ?
আবির : (হেসে হেসে) নিলা! মনে থাকবে তো…
নিলা (ফোনটা কেটে দিলো…)মনে মনে..
আজিব মানুষ তো দেখি…. কি বলতে কি…… ধুরর,,,,
নিলা (খুব টেনশনে)মনে মনে ?বাসর রাত….এভাবে কয়দিন পালাবো….
দুপুর হলো… নিলা সবার জন্য টেবিলে লাঞ্চ রেডি করছে…
ভাবী বললো…ফ্রেশ হয়ে আসতে তারপর এসে খাবার খেয়ে নিতে,,,
রুমে গেলাম গিয়ে দেখি আবির এ.সি ছেড়ে…. কি আরামে বসে আছে…
নিলা : আপনি??
আবির : হে আমি! এতে অবাক হওয়ার কি আছে…
নিলা : কিন্তু আপনি তো দুপুরে বাসায় আসেন না।
(আবির নিলার কাছে এসে নিলাকে টেনে নিলো)
আবির : হে আমি তোমাকে মনে করিয়ে দিতে এসেছি… আজ কিন্তু আমাদের বাসর রাত…
নিলা : ?বাবাব.. বাসর রাত?
আবির : হে নিলা এটা জিজ্ঞেস করছি যে তোমার ভয় লাগছে না তো ??… ?
নিলা : ছাড়েন! আপনি আসলে একটা সাইকো..
আবির : হা – হা – হা…. নিলা! তোমার ফেইস এক্সপ্রেশনটা একটু আইনায় দেখো… ?
নিলা : আপনি নিজে নিজেরটা দেখেন…সাইকো কোথাকার…
আবির : আরে! শোনো কই যাও…
আবির ও নিলার পিছু পিছু ড্রইং রুমে যায়…
দাদী : আরে আবির তুই এসেছিস… কবে?
আবির : এইতো দাদী… নিলা ফোন দিয়ে নিয়ে আসলো… বলছে অনেকদিন হলো নাকি একসাথে লাঞ্চ করেনি তাই চলে আসলাম!
তাই না নিলা?
নিলা : ??
আবির : নিলা খুব খিদে পেয়েছে একটু তাড়াতাড়ি বেরে দাওতো…
দাদী : তো বাসায় বসে খাচ্ছিস কেনো… নিলাকে নিয়ে বাইরে কোথাও গিয়ে লাঞ্চ করে আয়…
আবির : হে যাবো দাদী অন্য একদিন।
নিলা আবিরকে খাবার বেরে দিচ্ছে..
আবির : (আস্তে আস্তে) মনে থাকবে তো আজ কি?…
দাদী : কি বলছিস! ফিস ফিস করে…
আবির : মনে থাকবে কি না জিজ্ঞেস করছি দাদী…
(নিলা অবাক হয়ে আবিরের দিকে তাকালো)
দাদী : কি মনে থাকতো…
আবির : না দাদী বলছিলাম যে.. অন্য একদিন বাইরে খেতে নিয়ে যাবো… এটা মনে থাকবে তো….
দাদী : ও আচ্ছা… হে নিয়ে যাস.. এখনিতো সময় বউ নিয়ে ঘুরার…
নিলা! তুই কোথায় যাচ্ছিস বয় এখানে… খেয়ে নে..
নিলা : দাদী আমার খিদে নেই…পরে খাবো..
দাদী : কি! খিদে নেই.. বয়..তোদের বয়সে আমরা কতো খেয়েছি.. কতো সাস্থ্যবান ছিলাম… আর তোদের শরীর দেখ… হাড়ের সাথে চামড়া লাগানো…
দাদীর কথা না রেখে পারলো না নিলা ও খেতে বসলো… (আবির নিলাকে বসার জন্য চেয়ার টেনে দিলো… নিলার সাথে মজা করতে আবিরের অনেক ভালোই লাগছে)
আবির লাঞ্চ করে অফিসে চলে গেলো…
একেবারে রাতে বাসায় ফিরলো…
সবার ডিনার করা শেষ…নিলা কে বললাম আমার সাথে উপরে আসতে কিন্তু নিলা আমার কথাটা শুনেও না শুনার মতো করে চলে গেলো…
নিলা বাসার সবাইকে নিয়ে জমিয়ে কি আড্ডা দেওয়া শুরু করলো… কেউ ঘুমানোর নাম ধরছেই না…
দুইবার ইশারায় ডেকেছি কিন্তু কোনো লাভ নেই…
তাই ডিসিশন নিয়েছি এবার গিয়ে সরাসরিভাবেই ডেকে আনবো….
আবির : (একটু গরম মুডে) নিলা! তোমাকে কখন থেকে ডাকছি তুমি কি শুনতে পাচ্ছো না?
দাদী : নিলা! আবির তুকে ডাকছে… কি করছিস যা… মনে হয় কিছু লাগবে…যা গিয়ে দেখ।
নিলা : জি! দাদী ?….
আবির রুমে চলে আসলো…
কিছুক্ষন পরে নিলা ও আসে…
নিলা : আপনি সবার সামনে আমার উপর চিল্লালেন কেনো?
আবির : তো কি করবো কখন থেকে ডাকছি কিন্তু তুমি শুনছোই না..
এইবলে আবির আলমারি খুলে একটা গিফট প্যাকিং করা নিলার হাতে দিলো..
নিলা : এটা কি গিফট?
আবির : হে তোমার জন্য যাও গিয়ে পরে আসো..
নিলা : আপনি কি পাগল নাকি এটা কোন নিয়ম এভাবে কি বউ কে গিফট দেই?
আবির : হে! আমি এমনি… যাও গিয়ে পরে আসো…
নিলা : কিন্তু..
আবির : Not one more word….
নিলা অর্ধেক গিয়ে আবার ফিরে তাকায় (বিরক্ত হয়ে)…
আবির : Go…
নিলা চুপচাপ গিয়ে ওয়াসরুমে ঢুকে পরে…
গিফট খুলে দেখে একটা লাল টুকটুকে লেহেঙ্গা .
.
গিফটা খুব ভালো লাগলো..তাই পরেই নিলাম… কিন্তু কি মহামুশকিল…
এতো সুন্দর লেহেঙ্গা কিন্তু ওড়না দিলো না কেনো…
চলবে…?

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে