– সেদিন সকালে তালতলার বন্ধু ফাটা ফজলুর সাথে দেখা

0
1824

– সেদিন সকালে তালতলার বন্ধু ফাটা
ফজলুর সাথে দেখা ?

– দাত মাজছিলো আমাকে দেখে দু করে থুতু
ফেলে বললো ?

– দুইশো টাকা আমার জলে চলে গেলো বন্ধু জানিস

– আমি বললাম ” কেন কি করে ”

– ফজলু বললো আরে দুইশো টাকা দিয়ে একটা
পাঞ্জাবি কিনেছিলাম বছর দুই পরেছি । দেখেছি
হাতাগুলো আর ঝুল পকেট ছিড়ে লটপট করছে ।

– দিলাম হাতা আর ঝুলটা কেটে পাঞ্জাবিটার
পেট বরাবর দিলাম চালিয়ে কাচি ?

– হয়ে গেলো ফতুয়া সেটাও বছর দুই পরেছি তারপর
হলো কি – তার ও তলার দিকটা ছিড়ে গেলো ?

– দুইশো টাকার জিনিষ কি আর ফেলে দেওয়া যায়
তুই বল রবিউল ( আমাকে বললো )

– অগত্যা মাথা নড়ালাম আর অবাক হয়ে সব শুনছি ?

– তারপর ও আবার বলা শুরু করলো – চালালাম কাচি
এবার হাতাগুলো ছোটো হলো হাইট ও কমে গেলো
বৌ এর সুন্দর ব্লাউজ হয়ে গেলো ?

– বৌ সেটা দু বছর পরলো আর পরতে পারেনা।
– হ্যা আর তলা ঝুরঝুরে হয়ে গেলো । তাই বলে কী
দুশো টাকার জিনিষ ফেলে দিবো বল ।

– আবার চালালাম কাচি পুরো হাতা আর ধারগুলো
কুচকুচ করে কেটে দিলাম । হয়ে গেলো সুন্দর একটা রুমাল

– সেটাও কমসে কম দুই বছর তো ব্যাবহার করেছিই।
তারপর সেটাও আর চলে না কিন্তু ফেলে তো আর দেওয়া যায়না । দুশো টাকা বলে কথা ?

– সরু সরু করে রুমালটাকে কেটে বেশ কয়েকটা
প্রদীপের সলতে বানালাম । প্রদীপ জ্বলে কিন্তু ছাই
গুলো কি ফেলে দিবো বল -দুশো টাকা তো আর কম না

– ছাইগুলো সব জড়ো করে রেখেছিলাম । তাতেই আজ
দাঁত মাজছিলাম । এই থুথুর সঙে আজ সব জলে
চলে গেলো দোস্ত ।

– দুশো টাকার জন্য বড় আফসোস হচ্ছে দোস্ত ?

– – -অতঃপর আমি ওর কথা শুনে বেহুস হয়ে
পরে গেছি আর কিছু মনে নেই ?


#___লেখাঃ__Ft__Robiul

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে